যেইসমস্ত মোহনবাগান ফ্যান্স ক্লাব মোহনবাগান সুপার জায়েন্টের অফিসিয়ালি রেজিস্ট্রার্ড ফ্যান্স ক্লাব নয়- তাদের জন্য নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখে একটি অফিসিয়াল ফ্যানক্লাবের মতই সুবিধে উপভোগ করার সুবর্ণ সুযোগ নিয়ে আসছে মেরিনার্স এরিনা। আমাদের এই ম্যাট্রিক্স গ্রুপের সঙ্গে জুড়লে ক্লাবের অফিসিয়ালি রেজিস্ট্রার্ড নয় যে সমস্ত ফ্যান্স ক্লাব, তারা কী কী সুযোগ সুবিধে পাবেন, তা বিস্তারিত আলোচনা করা হল পরবর্তী স্লাইডগুলিতে।
বিস্তারিত:
১) ম্যাট্রিক্স গ্রুপের সমস্ত ফ্যান্স ক্লাব তাদের সমস্ত মেম্বারদের জন্যে মোহনবাগানের হোম ম্যাচে ২৫% ডিসকাউন্টেড রেটে টিকিট পাবেন।
২) ডার্বির নিশ্চিত টিকিট পাবেন নিজেদের সমস্ত মেম্বারদের জন্যে।
৩) ম্যাট্রিক্সের সমস্ত সোস্যাল মিডিয়া হ্যান্ডেলে সমস্ত ফ্যান্স ক্লাবের নিজেদের পোষ্ট করবার ব্যবস্থা থাকবে যার মাধ্যমে তাঁরা মেরিনারদের কাছে আরো বেশি করে পৌঁছাতে পারবেন।
৪) অ্যাওয়ে ম্যাচে কোন ফ্যান্সক্লাব থেকে কেউ যেতে চাইলে আমাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে।
৫) সোসাল ওয়ার্ক যেমন সেবামূলক কাজ বা রক্তদানের অনুষ্ঠানে ফ্যান্স ক্লাবেরা আমাদের যথাসাধ্য সহযোগিতা পাবে।
৬) আমাদের লাইভ অনুষ্ঠানে তাদের মেম্বাররা অংশগ্রহণ করতে পারবেন।
৭) আমাদের ম্যাট্রিক্স হোয়্যাটস্ আপ গ্রুপে আমাদের সঙ্গে যুক্ত সব ফ্যান্স ক্লাবের আডমিনরা থাকবেন, এবং তাদের কয়েকজন প্রতিনিধি থাকবেন। সেখানেই সমস্ত কথাবার্তা ও প্ল্যানিং হবে।
৮) গ্যালারিতে সেই সমস্ত ফ্যান্স ক্লাবেরা ব্যানার লাগাতে (মাপ নির্ধারিত থাকবে) বা টিফো নামাতে চাইলে সবরকম সাহায্য পাবে।
৯) ফ্যান্স ক্লাবের আডমিনদের এবং যে কয়েকজন নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি আমাদের ম্যাট্রিক্স হোয়াটস্ আপ গ্রুপে থাকবেন শুধু তাদের সঙ্গেই আমরা আমাদের যোগাযোগ ও পরিকল্পনা শেয়ার করবো; কোনো ফ্যান্স ক্লাবের বাকি মেম্বারদের সঙ্গে আলাদা যোগাযোগ আমরা করবো না। সব ফ্যান্সক্লাবের মেম্বাররা তাদের অধীনেই থাকবেন এবং আডমিনরা যেমনভাবে চালাচ্ছেন তেমনই স্বতন্ত্রভাবেই চালাতে পারবেন নিজ নিজ ফ্যান ক্লাব।
১০) প্রতিটি ফ্যানক্লাবকে একটি ম্যাট্রিক্সের রেজিস্টার্ড কার্ড দেওয়া হবে যা প্রতি সিজন রিনিউ করতে হবে (শুরুতে এটি বিনামূল্যে দেওয়া হবে)।
পদ্ধতি ও নিয়মাবলী:
১) যে সমস্ত ফ্যান্স ক্লাব ম্যাট্রিক্সে যুক্ত হতে ইচ্ছুক, তাদের প্রত্যেকের একটি সোসাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকা আবশ্যিক, যার জন্ম ৩১/০১/২০২৫ বা তার আগে হতে হবে। আমরা কোনো ফ্যান্স ক্লাবকে যুক্ত করার আগে সেই সোসাল মিডিয়া পর্যবেক্ষণ করব।
২) মেরিনার্স এরিনা, ম্যাট্রিক্সে যুক্ত কোনো ফ্যান্স ক্লাবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। কিন্তু অকারণে কোনো ঝামেলার সৃষ্টি করতে চাইলে বা করলে তার গুরুত্ব বিচার করে মেরিনার্স এরিনা সেই ফ্যান্স ক্লাবকে ম্যাট্রিক্স থেকে বহিষ্কার করতে পারবে। ম্যাট্রিক্সে থাকা কোনো ফ্যান্স ক্লাবের অন্য কোনো ফ্যান্স ক্লাবের সঙ্গে বাদানুবাদে জড়ানো যাবে না।
৩) খুব শীঘ্রই একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হবে। সেখানে যে যে ফ্যান্স ক্লাব যুক্ত হতে ইচ্ছুক, তাদের প্রয়োজনীয় ডেটা সাবমিট করতে হবে। আমরা সেসব চেক করে, তাদের আডমিনের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদেরকে মেরিনার্স এরিনা ম্যাট্রিক্সের হোয়াটস্ আপ গ্রুপে অ্যাড করব।