এ আই এফ এফ অনূর্ধ্ব সতের যুব লিগে আজ জয় দিয়ে অভিযান শুরু করল ডেগি কার্ডোজোর মোহনবাগান। মহমেডান মাঠে মহমেডান স্পোর্টিং-এর যুব দলের বিরুদ্ধে আজ দুপুরে খেলতে নেমেছিল তারা।

গতবার কলকাতা লিগের স্কোয়াডে থাকা এবং RFDL-এ খেলা নন্দন রায়কে গোলে রেখে দল নামান কার্ডোজো। ডিফেন্সে জয়ন্ত মন্ডল, জেটলি সিং, সরফরাজ, আদিত্য মন্ডল; মাঝমাঠে খাইমিনাল খোঙসাই, কিপগেন, স্টিফেন ডুঙ্গেল, মনু রাজবংশী, হাওকিপ। ফরোয়ার্ডে প্রেম হাঁসদাক- যে অনূর্ধ্ব কুড়ি জাতীয় দলের ট্রায়ালে ডাক পেয়েছে।

Courtesy: MBFT

ম্যাচের শুরুতে আক্রমণ শুরু করে অ্যালভিটো ডি'কুনহার মহমেডান স্পোর্টিং। শুরুর পর কিছুক্ষণ বল ঘোরাফেরা করে মোহনবাগানের হাফেই। এরপর ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে মোহনবাগানের ছোটরা। ১৪ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেয় প্রেম। দশ মিনিট পরে বক্সের বাইরে পাওয়া ফ্রিকিক থেকে অন টার্গেট শট নেয় স্টিফেন। গোলকিপার সেভ করলেও রিবাউন্ড থেকে গোল করতে ভুল করেনি হাওকিপ। ম্যাচের ৩৭ মিনিটে খেলার ফল ৩-০ করে প্রেম।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচ নিজেদের দখলে রাখলেও গোল সংখ্যা বাড়াতে পারছিল না মোহনবাগানের ছোটরা। অবশেষে আশি থেকে পঁচাশি মিনিটের মাঝামাঝি সময়ে সেই প্রেম হাঁসদাক নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে মনু রাজবংশীর পরিবর্তে মাঠে নামা আলী হোসেন খান দলের হয়ে পঞ্চম গোলটি করেন। শেষের দিকে কিছুক্ষণের জন্য মাঠে নামিয়ে কোচ দেখে নেন গতবারের যুব লিগে অসাধারণ খেলা প্রীতম গায়েনকে। সব মিলিয়ে প্রথম ম্যাচে অসাধারণ শুরু প্রেম, হাওকিপদের। এখন এই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য।

গ্রুপের অপর ম্যাচে ইস্টবেঙ্গল ৪-০ গোলে হারিয়েছে অ্যাডামাস ইউনাইটেডকে এবং বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি ২-০ গোলে হারিয়েছে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমিকে।

মোহনবাগানের পরবর্তী ম্যাচ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির বিরুদ্ধে আগামী ৮ ই জানুয়ারি সকাল সাড়ে দশটায় মোহনবাগান মাঠে।